সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আজ শনিবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৪ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ফুল কোর্ট সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে। এর মধ্যে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতি, ২০২৬ সালের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার প্রকাশ এবং অন্যান্য প্রশাসনিক বিষয় রয়েছে বলে জানা গেছে।
বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়।