বিদায়ী বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৫৫ হাজার চাকরি হারানোর পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দায়ী। সিএনবিসির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ম্যাশেবল।
মার্কিন পরামর্শ সংস্থা চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিস্টমাসের তথ্য উল্লেখ করে ওই প্রতিবেদন প্রকাশ করে সিএনবিসি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৫৫ হাজার চাকরি ছাটাই এআইয়ের কারণে ঘটেছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মোট চাকরিচ্যুতি ছিল ১ দশমিক ১৭ মিলিয়ন, যা ২০২০ সালের করোনা মহামারির পর থেকে সর্বোচ্চ।
ম্যাশেবল বলছে, শুধু নভেম্বর মাসেই ৭১ হাজার চাকরি হারিয়েছে, এর মধ্যে প্রায় ৬ হাজার বা ৯ শতাংশ এআইয়ের কারণে।
অ্যামাজন, ওয়ালমার্টের মতো কোম্পানিতে বিভিন্ন ধরনের কর্মচারী ও বয়সীদের মধ্যে এআই–সংক্রান্ত চাকরি হারানোর পরিমাণ বেড়েছে।
সংবাদমাধ্যম ইনক জানিয়েছে, এআইয়ের কারণে এই কোম্পানিগুলোতে হায়ারিং ফ্রিজ তৈরি হয়েছে, যা বিশেষভাবে শুরুর দিকের কর্মীদের ওপর কঠিন প্রভাব ফেলেছে।
ওলফ রিসার্চের প্রধান অর্থনীতিবিদ স্টেফানি রথ ইনকে বলেছেন, সম্ভবত এআইয়ের কারণে যুবাদের মধ্যে বেকারত্ব বৃদ্ধির পেয়েছে। এআই মানুষের কাজ করে দিচ্ছে এমনটা নয়, বরং কোম্পানিগুলো তরুণদের নিয়োগ না করে ভবিষ্যতের প্রযুক্তিকে কাজে লাগাতে চাচ্ছে।