মাত্র ৫ দল নিয়ে হবে এবারের বিপিএল

Date:

কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে ঘোষণা এসেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন দ্বাদশ আসরে মাত্র পাঁচটি দল অংশ নেবে। সেজন্য পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজি চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর নাভনা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সবশেষে বিপিএলে সাতটি দল অংশ নিয়েছিল। আসন্ন আসরে কেবল পাঁচটি দল থাকার অর্থ হলো বিপিএলের ইতিহাসে এবারই কোনো আসরে সবচেয়ে কম সংখ্যক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে।

দল পাঁচটি হলো ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। পাঁচ বছরের জন্য তাদের মালিকানা পাওয়া পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজি হলো— ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ) ও সিলেট (ক্রিকেট উইথ সামি)।

আসন্ন বিপিএলে দল নিতে ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। এর মধ্যে তিনটি বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় আগেই বাদ পড়ে গিয়েছিল। টিকে থাকা আটটি থেকে পাঁচটি ফ্র‍্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের দ্বাদশ আসর আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। এর আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৭ তারিখ।

Popular

More like this
Related

ফ্লিকের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন গুলিত-অঁরি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ব্রুজের মাঠে ৩-৩ গোলের ড্রয়ের...

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮...

মীমাংসা হলো ‘অমীমাংসিত’

দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব...