অবসরের ভাবনা নিয়ে রোনালদো বললেন, ‘কাঁদবও হয়তো, আমি খোলামেলা মানুষ’

Date:

পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো জানালেন, ফুটবল থেকে তার অবসরের ঘোষণা দেওয়ার সময় খুব বেশি দূরে নয়। বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি ফুটবল ছাড়ার মানসিক প্রস্তুতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক জীবনের প্রতি আগ্রহের কথা খোলাখুলিভাবে বললেন।

৪০ বছর বয়সী রোনালদো এখন পর্যন্ত সব মিলিয়ে সর্বোচ্চ ৯৫২ গোল করে ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যদিও অগণিত সাফল্য ও রেকর্ডে ভরা ক্যারিয়ারের শেষটা এখন দৃশ্যমান— তবে সিআর সেভেন খ্যাত ফরোয়ার্ডের বিশ্বাস, তিনি মানসিকভাবে প্রস্তুত।

মঙ্গলবার প্রকাশিত সাক্ষাৎকারে মরগ্যান জানতে চান, কবে অবসরের কথা ভাবছেন? জবাবে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আগামী ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে থাকা রোনালদো বলেন, ‘শিগগিরই। তবে আমি মনে করি, আমি প্রস্তুত থাকব। এটা কঠিন হবে, অবশ্যই। কাঁদবও হয়তো, আমি খোলামেলা মানুষ। তবে হ্যাঁ, এটা খুব খুব কঠিন হবে।’

একইসঙ্গে তিনি জানান, এই সময়ের জন্য অনেক আগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন, ‘পিয়ার্স, আমি আমার ভবিষ্যতের প্রস্তুতি নিয়েছি ২৫, ২৬ কিংবা ২৭ বছর বয়স থেকেই। তাই আমি মনে করি, (অবসরে যাওয়ার) ওই চাপটা নিতে পারব।’

ফুটবল ছাড়ার পর নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখা নিয়ে রোনালদো দৃঢ় বিশ্বাসী যে, তিনি সফলভাবে তা সামলাতে পারবেন। কারণ, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা তার পরিবার ও মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে মনোযোগী হতে চান।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘কোনো কিছুই ফুটবলে গোল করার সেই রোমাঞ্চের সঙ্গে তুলনীয় নয়। কিন্তু সব কিছুরই শুরু আছে, শেষও আছে। আমার অন্য কিছু আগ্রহের জায়গাও আছে। (অবসরের পর) আমি নিজের জন্য বেশি সময় পাব, পরিবারের জন্য বেশি সময় পাব এবং সন্তানদের বড় করে তুলতে পারব।’

রোনালদো যোগ করেন, ‘আমি (বড় ছেলে) ক্রিস্তিয়ানো জুনিয়রের পাশে থাকতে চাই। কারণ, এখন সে এমন একটি বয়সে আছে, যখন ছেলেরা কিছু ভুল করে ফেলে। আমি নিজেও করেছিলাম। (ছোট ছেলে) মাতেওও ফুটবল ভালোবাসে।’

‘আমি এখন কিছু মজার কাজ করতে চাই। কাছের বন্ধুদের সঙ্গে প্যাডেল (র‍্যাকেট দিয়ে খেলতে হয় এমন একটি খেলা) খেলতে ভীষণ ভালো লাগে। আমরা এখন বেশ দক্ষ হয়ে উঠেছি,’ আরও বলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের সাবেক ফুটবলার।

Popular

More like this
Related

ফ্লিকের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন গুলিত-অঁরি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ব্রুজের মাঠে ৩-৩ গোলের ড্রয়ের...

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮...

মীমাংসা হলো ‘অমীমাংসিত’

দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব...