নভেম্বরে রেমিট্যান্স ৩১ শতাংশ বেড়ে ২.৮৮ বিলিয়ন ডলার

Date:

নভেম্বরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের চেয়ে ৩১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ২ দশমিক ৮৮ বিলিয়ন ডলার, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

গতমাসে প্রাপ্ত রেমিট্যান্সের এই অংক অক্টোবরের চেয়েও ১৩ শতাংশ বেশি। অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ রেমিট্যান্স আসা বেড়েছে।

শিল্প সংশ্লিষ্টরা জানান, এসব কারণের মধ্যে রয়েছে বৈধ ও অবৈধ (হুন্ডি) বাজারের বিনিময় হারের ব্যবধান কমে আসা এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১৩ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১১ দশমিক ১৩ বিলিয়ন ডলার।

Popular

More like this
Related

ফ্লিকের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন গুলিত-অঁরি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ব্রুজের মাঠে ৩-৩ গোলের ড্রয়ের...

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮...

মীমাংসা হলো ‘অমীমাংসিত’

দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব...