সার্বিয়ার শীর্ষ ফুটবল লিগের একটি ম্যাচ চলাকালীন ঘটেছে মর্মান্তিক ঘটনা। নিজেদের কোচের মৃত্যুসংবাদ জানার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন খেলোয়াড় ও কর্মকর্তারা।
মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এফকে রাদনিচকি ১৯২৩ ক্লাবটির কোচ ম্লাদেন জিজোভিচ গতকাল সোমবার ম্লাদস্ত লুচানির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ চলার সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মাঠের ধারে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচটি যদিও চলতে থাকে, তবে বিরতির আগেই তা বাতিল করা হয়। কারণ, ততক্ষণে স্টেডিয়ামে পৌঁছে যায় ৪৪ বছর বয়সী জিজোভিচের অকাল মৃত্যুর খবর। টেলিভিশন ফুটেজে দেখা যায়, উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা শোকাহত অবস্থায় মাঠে কান্নায় ভেঙে পড়েছেন।
বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক ফুটবলার জিজোভিচ মাত্র দুই সপ্তাহ আগে গত ২৩ অক্টোবর রাদনিচকির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ক্লাব শুধু একজন দক্ষ পেশাদারকেই হারায়নি, বরং হারিয়েছে একজন ভালো মানুষ, বন্ধু ও ক্রীড়াবিদকে— যিনি নিজের জ্ঞান, উদ্যম ও মানবিক গুণের মাধ্যমে তাকে চিনত এমন সবার হৃদয়ে গভীর দাগ রেখে গেছেন।’
বসনিয়া ও হার্জেগোভিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘জিজোভিচের মৃত্যুতে আমাদের ফুটবল পরিবার হারিয়েছে আরেকজন প্রকৃত ফুটবল পেশাদারকে।’
সার্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘ফুটবলের প্রতি আপনার ভালোবাসা ও আপনার রেখে যাওয়া স্মৃতি আমাদের সঙ্গে চিরকাল থাকবে।’ রেড স্টার বেলগ্রেডসহ দেশটির শীর্ষস্থানীয় ক্লাবগুলোও গভীর শোক প্রকাশ করেছে।