কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না: ধর্ম উপদেষ্টা

Date:

কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘সাংবিধানিক ধারাবাহিকতা থেমে গেলে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

আজ শনিবার সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ আরও বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাদের নির্বাচিত করবে, আমরা তাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।’

ঘোলা পানিতে একদল মানুষ মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা অযৌক্তিক দাবি তুলে সরকারকে বিব্রত করতে চায় এবং অস্থিরতা তৈরি করতে চায়। কিন্তু এসব ষড়যন্ত্র ব্যর্থ করে আমরা নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখব। আন্দোলন হয়েছে, হচ্ছে—আমরা যথাসম্ভব তাদের দাবি বিবেচনায় নিচ্ছি। তবে কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না।’

এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পারিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।

Popular

More like this
Related

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮...

মীমাংসা হলো ‘অমীমাংসিত’

দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব...

ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রয়টার্সের প্রতিবেদন

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে...