কাশ্মীরের শ্রীনগরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

Date:

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি থানায় জব্দ করা বিস্ফোরকের বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। এনডিটিভির বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরা তাদের প্রতিবেদনে এমনটি জানিয়েছে। 

শুক্রবার গভীর রাতে শ্রীনগরের দক্ষিণাংশের নওগাম এলাকার একটি থানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নিহতদের বেশিরভাগই ছিলেন পুলিশ সদস্য ও ফরেনসিক টিমের সদস্য, যারা বিস্ফোরকগুলো পরীক্ষা করছিলেন। এ ছাড়া শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা এখনও গুরুতর। 

রয়টার্স তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। জম্মু ও কাশ্মীর পুলিশও রয়টার্সকে কিছু বলেনি।

এর আগে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, নওগাম থানায় একটি বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, বিস্ফোরণের পর আগুনে গোটা থানা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

এই বিস্ফোরণ ঘটল দিল্লিতে গাড়ি বিস্ফোরণের চার দিন পর। সেই ঘটনায় কমপক্ষে আটজন নিহত হন। ওই ঘটনাকে ভারত সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে।

Popular

More like this
Related

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮...

মীমাংসা হলো ‘অমীমাংসিত’

দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব...

ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রয়টার্সের প্রতিবেদন

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে...