চলতি কর বছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন জমা কার্যক্রম উদ্বোধন করেন। করদাতারা (www.etaxnbr.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সহজে ই-রিটার্ন জমা দিতে পারছেন। ২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
এনবিআর এক বিশেষ আদেশে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনি প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব ব্যক্তি-শ্রেণির করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
চলতি কর বছরে কয়েক শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে চাইলে তারা স্বেচ্ছায় অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারবেন।
অন্যদিকে, কোনো করদাতা যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে তিনি আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ ও যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে তিনি কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
চলতি বছর করদাতার পক্ষে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে ই-রিটার্ন জমা দিতে পারছেন। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া আরও সহজ করা হয়েছে। মোবাইলে ওটিপি পাঠানোর পরিবর্তনে এখন তাদের ই-মেইলে তা পাঠানো হবে।

