৫০০ টাকার নতুন নোট আসছে ৪ ডিসেম্বর

Date:

নতুন ৫০০ টাকার নোট বাজারে আসছে আগামী ৪ ডিসেম্বর। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোট প্রচলন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এই সিরিজের এক হাজার, পাঁচশ, দুইশ, একশ, পঞ্চাশ, বিশ, দশ, পাঁচ ও দুই টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে এক হাজার, একশ, পঞ্চাশ ও বিশ টাকার নোট বাজারে ছাড়া হয়েছে।

এ পর্যায়ে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই করা নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকার নোট আগামী ৪ ডিসেম্বর বাজারে দেওয়া হবে।

নোটটি ওই তারিখে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

নতুন ৫০০ টাকার নোটের দৈর্ঘ্যে ১৫২ মিলিমিটার ও প্রস্থে ৬৫ মিলিমিটার। নোটের সামনের অংশের বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা।

নোটের পেছনভাগে সুপ্রিম কোর্টের ছবি এবং জলছাপে রয়েল বেঙ্গল টাইগার থাকছে।

নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে এবং এখানে ১০ পরতে নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ডান কোনায় মুদ্রিত ‘500’ রঙ পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দিয়ে ছাপা। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং ভেতরে কোনাকুনিভাতে মুদ্রিত ‘৫০০’ লেখাটি দৃশ্যমান হয়। 

এছাড়া, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডানদিকে নিচে ৫টি ছোট বৃত্ত রয়েছে যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। 

Popular

More like this
Related

ভূমিকম্প: দুর্যোগের পর অন্তত ৭২ ঘণ্টা টিকে থাকতে জরুরি কিটে যা রাখবেন

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগের পর জরুরি পরিষেবা পৌঁছাতে সময়...

ফ্লিকের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন গুলিত-অঁরি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ব্রুজের মাঠে ৩-৩ গোলের ড্রয়ের...

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮...