বসুন্ধরা-মোহামেডানের সঙ্গে ট্রান্সফার নিষিদ্ধ আবাহনীরও

Date:

ট্রান্সফার নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড এবার নাম লেখাল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সারিতে। আবাহনীর ওপর টানা তিন ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় নিবন্ধন নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছে ফিফা। বিদেশি খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফিফার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে ৩ নভেম্বর থেকে। ঘানার রিচমন্ড বোয়াকে, নামিবিয়ার কেনেডি আমুটেনিয়া ও সিরিয়ার মোয়ায়াদ আল খৌলি -এই তিন বিদেশি খেলোয়াড় ফিফার কাছে অভিযোগ জানান, তারা ২০২৪–২৫ মৌসুমে আবাহনীর সঙ্গে চুক্তি করলেও বেতন পাননি।

ফিফার ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, শাস্তির মেয়াদ ও কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মঙ্গলবার ফিফার সিদ্ধান্তের বিষয়ে জানতে পারি। আগের ব্যবস্থাপনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত ক্লাবের আইনজীবী ইতোমধ্যে ফিফাকে জানিয়েছিলেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ক্লাব প্রশাসনেও পরিবর্তন এসেছে। কিন্তু ফিফা শেষ পর্যন্ত খেলোয়াড়দের পক্ষেই রায় দিয়েছে। অথচ ওই খেলোয়াড়দের কেউ বাংলাদেশে আসেননি, এমনকি এক-দুজন অন্য ক্লাবের হয়েও একই মৌসুমে খেলেছেন।’

রূপু বকেয়া টাকার সুনির্দিষ্ট পরিমাণ জানাতে অস্বীকৃতি জানালেও ধারণা করা হচ্ছে, তা প্রায় তিন কোটি টাকার কাছাকাছি।

এর আগে একই কারণে বিদেশি খেলোয়াড়দের বেতন পরিশোধ না করায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের বিরুদ্ধেও ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করে ফিফা। ফলে দেশের শীর্ষ তিন ক্লাবই এখন ফিফার শাস্তির তালিকায়।

Popular

More like this
Related

টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।...

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে নভেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮...

মীমাংসা হলো ‘অমীমাংসিত’

দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকা রায়হান রাফী নির্মিত ওয়েব...

ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রয়টার্সের প্রতিবেদন

যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে...