ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। একের পর এক চোটে জর্জরিত এই তারকা ফুটবলার যতই চেষ্টা করুন না কেন, আগের ছন্দে ফিরতে পারছেন না। এবার সেই আলোচনায় আরও এক ধাপ এগিয়ে এসেছে বড় খবর -ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নাকি নেইমারকে আর আগামী বিশ্বকাপের পরিকল্পনায় রাখছেন না।
ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলে খ্যাতনামা সাংবাদিক রদ্রিগো মাত্তোস জানিয়েছেন, নেইমারের শারীরিক প্রস্তুতি নিয়ে আশ্বস্ত নন আনচেলত্তি। সর্বশেষ দল ঘোষণার সময়ও ইতালিয়ান কোচ তাঁর দলে রাখেননি পিএসজি ও বার্সেলোনার সাবেক এই তারকাকে।
ইউওএলের আরেক সাংবাদিক পেদ্রো লোপেসও জানিয়েছেন, ‘আনচেলত্তির কোচিং স্টাফ নেইমারকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে। তাদের মতে, নেইমারের শারীরিক পারফরম্যান্স বর্তমানে জাতীয় দলে খেলার উপযুক্ত নয়। আগামী কয়েক মাসে নাটকীয় উন্নতি না হলে তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারেই নেই।’
যদিও কেউ কেউ মনে করেন, অন্তত বদলি খেলোয়াড় হিসেবে নেইমারকে দলে রাখার কথা বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটিও সহজ নয়। শুধু তার বিপুল পারিশ্রমিকই নয়, নেইমার বেঞ্চে বসে খেলার বাইরে থাকার বিষয়টিও সহজে মেনে নেবেন না বলেই ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে একটাই, আগামী বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে। বরং মনে হচ্ছে, সেলেসাওদের সঙ্গে নেইমারের অধ্যায় হয়তো এখানেই শেষের পথে।